এইটুকু বুকের পাশে পকেট আলমারিটি,
রাখি টুকি টাকি, কলম চশমাটি,
রাখি তোমার আলতো হাওয়ার দোপাট্টা,
কাজল চোখে মিষ্টি হাসির ঝাপটা,
এক পলকে ছোঁয়ার রঙিন অনুভুতি,
অভিমানী মনের এক ফোটা অশ্রুমোতি,
বড়ই দামী যে এসব আমার কাছে,
ধরে রাখি,হারিয়ে না যায় পাছে।
রাখি টুকি টাকি, কলম চশমাটি,
রাখি তোমার আলতো হাওয়ার দোপাট্টা,
কাজল চোখে মিষ্টি হাসির ঝাপটা,
এক পলকে ছোঁয়ার রঙিন অনুভুতি,
অভিমানী মনের এক ফোটা অশ্রুমোতি,
বড়ই দামী যে এসব আমার কাছে,
ধরে রাখি,হারিয়ে না যায় পাছে।