যদি হতে পারতাম,
প্রজাপতি এক লাল রঙের হয়ে,
তোমার বাগানে উড়তাম,
কনকচাঁপা টগর বেলি ফুলের গায়ে।
প্রজাপতি এক লাল রঙের হয়ে,
তোমার বাগানে উড়তাম,
কনকচাঁপা টগর বেলি ফুলের গায়ে।
তুমি আসতে পিছনে
জলের ফোয়ারা নিয়ে,
আমি রঙিন ডানা মেলে,
নাচতাম নাকের ফুলের সাথে।
জলের ফোয়ারা নিয়ে,
আমি রঙিন ডানা মেলে,
নাচতাম নাকের ফুলের সাথে।
ধরে রাখতাম ডানায় ঝাপটায়,
এক পলকের চোখের ভাষা,
আমার বাকি এই দিন কটায়,
চোখের সামনে ওড়ার আশা।
এক পলকের চোখের ভাষা,
আমার বাকি এই দিন কটায়,
চোখের সামনে ওড়ার আশা।