তিরি তিরি পাতায় ঝিরি ঝিরি বৃষ্টি,
আলতো হাওয়া গন্ধ আনে মিষ্টি,
জানালায় মাথা রেখে দেখি কত খেলা,
লক্ষ জলের ফোটার এক আমুদে মেলা,
জানালায় মাথা রেখে দেখি কত খেলা,
লক্ষ জলের ফোটার এক আমুদে মেলা,
তার মাঝে পাই এক সুবাস মনে,
যুঁই ফুলের গন্ধ ভরা এক কালো চুলে,
যুঁই ফুলের গন্ধ ভরা এক কালো চুলে,
তখন তাই সামনে তাকিয়ে রই
যদি কখনো আসে আমার ফুলসই,
তুমি তো দেবী দিতে পারো সবকিছু
যদি কখনো আসে আমার ফুলসই,
তুমি তো দেবী দিতে পারো সবকিছু
একটুকরো স্নেহ মমতা, তাই আমার সবকিছু।