ঝিরঝির পড়ে নদীর ধারে বৃষ্টি,
ভেজা কাধে দুই গাছা কালো চুল,
এখনো ধরে আছি সেই গন্ধ মিষ্টি,
মনে পড়ে সেই ঝোলা লাল দুল।
নড়ে বকুল গাছ যখন তিরিতিরি,
ঠিক যেমন করে বাধনে বন্দি তিনি,
প্রজাপতির ডানা যেমন করে ফরফরি,
ভুরুখানির নিচে তেমন পালক নাচুনী।
জেনেছি আমি সেই এক পলের দাম,
ছুয়ে থাকি যখন কিশোর আংগুল দুটি
হৃদয়মাঝে লিখে যাই দুইজনের নাম,
আর কিছু ভাবনা আকিঝুকি লেখাটি।
দারিয়ে তিনি একপায়ে,চোখটি বন্ধ করে,
মিষ্টি হাসিতে ভরা বাকা অধরখানি,
যখন সুরজ্যমুখী সপে প্রান, রবির দিকে,
সে যে তার প্রানের পরী, সপ্নের রানী।