হয়ত এইটুকু ছিল সময়,
হয়ত এইটুকু ছিল সম্বল,
প্রয়োজন ছিল একটা আশ্রয়,
পেলাম এক নিরমল আচল।
হয়ত এইটুকু ছিল সম্বল,
প্রয়োজন ছিল একটা আশ্রয়,
পেলাম এক নিরমল আচল।
যুগযুগান্তর মিলন প্রতিক্ষা,
না কোন চাওয়া পাওয়া,
শুধু ফেরারি মনের কাছে আসা,
কিছু ভালোলাগা,আর ভালোবাসা।
না কোন চাওয়া পাওয়া,
শুধু ফেরারি মনের কাছে আসা,
কিছু ভালোলাগা,আর ভালোবাসা।
এক নক্ষত্র হয়ে আমার কাছে,
আলো দাও আমায় দিনভর,
ভাবনা তোমার আমার পাশে,
উষ্ণতায় ভরে যাও জীবনভর।
আলো দাও আমায় দিনভর,
ভাবনা তোমার আমার পাশে,
উষ্ণতায় ভরে যাও জীবনভর।
তোমার আলো ছরায় চারিদিকে,
আমি তো তার অনুকাংশ পাই,
যতটুকু দাও,বাধিয়ে রাখি স্মৃতিতে,
বাকিটা জীবন যেন ভালবেসে যাই।
আমি তো তার অনুকাংশ পাই,
যতটুকু দাও,বাধিয়ে রাখি স্মৃতিতে,
বাকিটা জীবন যেন ভালবেসে যাই।