শুভ্রজোতস্নার কোমলতা তুমি,
সবুজ ঘাষের উপর অশ্রু তুমি,
কখনো ভগিনী,কখনো বা জননী,
কখনো বা প্রিয়া মধুরভাষীনি,
কখনো বা অন্নপূর্ণা,
কখনো বা মেনকা,
একই অংগে এত রুপ দেখি,
তাই তো তোমায় সদা প্রনমি।
শুভ্রজোতস্নার কোমলতা তুমি,
সবুজ ঘাষের উপর অশ্রু তুমি,
কখনো ভগিনী,কখনো বা জননী,
কখনো বা প্রিয়া মধুরভাষীনি,
কখনো বা অন্নপূর্ণা,
কখনো বা মেনকা,
একই অংগে এত রুপ দেখি,
তাই তো তোমায় সদা প্রনমি।