কিছুক্ষণ পরে,তুমি যাবে ফিরে,
তোমার নিজের স্বপ্নের জগতে,
কোথা থেকে আসে ভালো লাগা,
কত দূরের কিন্তু সুর না অজানা,
অনেকক্ষন রয়ে যাবে তাল নূপুরের,
চুড়ির ঝঙ্কার ,সুবাস যুঁই ফুলের।
দেব ভরে তোমার আচলে
তোমার নিজের স্বপ্নের জগতে,
কোথা থেকে আসে ভালো লাগা,
কত দূরের কিন্তু সুর না অজানা,
অনেকক্ষন রয়ে যাবে তাল নূপুরের,
চুড়ির ঝঙ্কার ,সুবাস যুঁই ফুলের।
দেব ভরে তোমার আচলে
চেনা কয়েকটাশিউলি ফুলে,
সুর গুলি ভুলো না বল,
রেখো মন মাতানো গানের মত।