এক ধুমকেতু আমি আকাশে
শরীর ধুম্রজালে আচ্ছাদিত,
চরকির মত ঘুরি মহাকাশে,
কোন দিশা নাই প্রকাশিত।
আবেগ ভরে ছুই যারে,
ভালো লাগে মোর শীতলতা প্রথমে,
কিন্তু আমি যে এক জীর্ণ বাস্পহীন,
দূরে সরে যায় অগোচরে।
আমি রাহু কেতুর বংশজ,
নাহি চাই কোন স্নেহাশিস,
তাই মানিনা কোন বিচারধারা,
ঠিক যেন এক কালভোইরব।