আমার কাছে প্রতিদিন,
একটা স্লেটে লেখার মত ঘটনা,
তোমায় আমায় নিয়ে,
হয়ত তুমি বুঝবে না।
আমার কাছে অনেক অপরিপূর্ণ
হয়ত তাই কেন অতি সামান্য,
গভীর দাগ রেখে দেয় কোন
কই মেলে না কখন অন্য।
আসলে মানুষটাই তুমি যেন এক
পাপড়ি খোলা গোলাপ,
নিজের সমস্ত ভালো দিতে চাও ছরিয়ে,
আমাদের ভাগ্য,তোমায় কাছে পেয়ে।
আসি যখন ছেড়ে তোমায়,
দূর থেকে দেখি,আছ দাঁড়ায়,
ঠিক যেন সেই গোয়ালিনী,
ঘোমটাপরা মধুরহাসিনী।