ঝড়ের পরে ঘর আর ঘর নেই,
চুন সুরকির ইমারত শুধু তাই,
মনে এক পোছা রঙ লাগিয়ে ঘুরি,
হৃদয়ে কখনো করি আকাঝুকি,
সময় পেরিয়ে গেছে হয়ত অনেক,
চাওয়া পাওয়ার সিঁড়ী রয়ে পিছনে,
তাই নেই কোন ইচ্ছা,নেই কোন স্পৃহা,
শুধু দুটি কথা,যা বলার নয়,লিখে শুধু রাখা,
পাতা নড়বে,আবার বৃষ্টি পড়বে,
নতুন রংগে রামধনু হয়ত দেখাবে,
ঘাসের উপর খালি পায়ে হাটতে,
হয়ত কেউ আবার বলবে,
তবে,তোমার হাসিতে যে জন হত প্রানবন্ত,
খুজে পেতে কষ্ট হবে তোমার হয়ত।
কিন্ত আমি জানি থাকবে তূমি সবসময়,
আমার মনে,আমার প্রানে, সকাল সন্ধ্যায়,
রইবে তুমি একই রকম,যেমন ছিলে,
একটু ঝাল,একটু মিষ্টি,একটু টক নিয়ে,
না হয়, নাই বা পারলে কিছু দিতে,
তুলে রেখো, একটু হেসে ভরে দিয়ো, সময় করে।