হারিয়ে যেতে চায় মন,
হাজার লোকের মাঝে।
হাজার লোকের মাঝে।
বৃষ্টি ভেজা পথ,
দুটি হাত ধরে যাওয়া,
হল না তো এই জীবন,
তবু দেখে বড় ভাল লাগে,
যখন তোমাদের দেখি যেতে,
কাছে পাওয়া,কথা বলা,
খুনশুটি পাশাপাশি,
দেখতে বড় ভাল লাগে।
দুটি হাত ধরে যাওয়া,
হল না তো এই জীবন,
তবু দেখে বড় ভাল লাগে,
যখন তোমাদের দেখি যেতে,
কাছে পাওয়া,কথা বলা,
খুনশুটি পাশাপাশি,
দেখতে বড় ভাল লাগে।
তাই আজ হারিয়ে যেতে চায় মন,
হাজার লোকের মাঝে,
চাই না কিছু চাওয়া পাওয়া,
ফেলে রেখে দিয়ে যেতে চাই,
আমার সেই মনটা,
সময় অসময়ে যে করে বিড়ম্বনা।
হাজার লোকের মাঝে,
চাই না কিছু চাওয়া পাওয়া,
ফেলে রেখে দিয়ে যেতে চাই,
আমার সেই মনটা,
সময় অসময়ে যে করে বিড়ম্বনা।
আজ থেকে বহু বছর পরে,
কখনো যদি লাগে খুব একেলা,
মনে কর কেউ ছিল হয়ত,
ফুল নিয়ে দারিয়ে ছিল ভাল লাগা,
সময় ছিল না আচলে ভরে নিতে,
দূরে থেকে চেয়েছি দিতে ,
তবু যা পেয়েছি তাই যে কত,
দূইটি ভিরু আখিটি, হরিনীর মত,
জানিয়ে দিয়েছে হৃদয়ের সবকিছু,
তাই চাইনি,দূরে থাকি পিছুপিছু,
কখনো যদি লাগে খুব একেলা,
মনে কর কেউ ছিল হয়ত,
ফুল নিয়ে দারিয়ে ছিল ভাল লাগা,
সময় ছিল না আচলে ভরে নিতে,
দূরে থেকে চেয়েছি দিতে ,
তবু যা পেয়েছি তাই যে কত,
দূইটি ভিরু আখিটি, হরিনীর মত,
জানিয়ে দিয়েছে হৃদয়ের সবকিছু,
তাই চাইনি,দূরে থাকি পিছুপিছু,
কোন বাক্সতে পরে থাকুক আমার লেখা,
বন্ধ করে রেখ না,কিছু বাক্যহীন ভাষা।
বন্ধ করে রেখ না,কিছু বাক্যহীন ভাষা।