জীবনের সায়ন্তনে পোউছলাম আজ,
নিয়ে অনেক বস্তা অভিজ্ঞতার ভান্ডার,
কত সুখ দু:খ মান অভিমানের পালা,
কিন্তু নাই কোন অভিযোগের ডালা।
শৈশব আমারে হাতছানি দিয়ে ডাকে,
খেলবি আয়, বল দিয়ে ভিজে মাঠে,
কৈশোর বলে প্রিয়া বসে একা ছাদে,
যাবি নাকি এক দন্ড বসতে পাশে।
মার দেওয়া ফুল নিয়ে হলাম জীবনপারি,
ফুল হল গাছ,গাছে বসলো পাখি সারিসারি,
পাখি হল বড়, বসালো নিজের ঘর,
যৌবন ডাকে কেন ফেলে যাস অপযশ,
খেলার সাথী তেমনি বদলে যায়,
কৈশরের প্রিয়া লুকায় সংগীনির পিছে,
জীবনযুদ্ধে সংগীনির মধুর হাসি,
চাপা পড়ে যায় ভারী চশমার নিচে।
আজ রংচং এই দুনিয়ায়,
গোধুলির আবছা আলোয়,
ছানি পড়া ধুসর চোখে,
সবই যেন ব্ল্যাক এন্ড হোয়াইট।