ঘুরি উড়াই কল্পনায়,
লুকিয়ে রাখি বটতলায়,
একদিন হবে গাছে নতুন পাতা,
দুইহাতে করব অর্ঘ ,
জীবনের সমস্ত ভালবাসা,
নতুন পাতাসব বুঝবে আমার মন,
অবশ্য, না বুঝলেও ক্ষতি নেই,
সে তো আমার আপনজন।
আমি আছি তার আচলে,
এলাম হঠাত চোরা কাটা হয়ে,
কখনো বা দরপন আমি,
দেখি কি করে সাজো তুমি,
হয়ত তোমার বালিশ হয়ে
গাল টাকে একটু আদর করে
কখনো বা ভেজা চোখ
আলতো করে মুছিয়ে দিয়ে।