যখন সময় খারাপ চলে,
তখন ভাবি চাঁদনি রাত,
যখন সময় ভালো,
তখন গরম দূপুরের তপ্ত তাত।
তখন ভাবি চাঁদনি রাত,
যখন সময় ভালো,
তখন গরম দূপুরের তপ্ত তাত।
কিন্তু মনের জানালায়
উকি দেয় যে একজনই,
হাসিমুখে আশা দেয়,
দূরে তবু কাছে থাকে সবসমই।
উকি দেয় যে একজনই,
হাসিমুখে আশা দেয়,
দূরে তবু কাছে থাকে সবসমই।
ভুলে যাই সময় কাল পরিবেশ,
আমি তো কিছু লিখে খালাস,
জোতস্নার মত তোমার আলো,
স্নিগ্ধ গোপন হাস্নুহানার সুবাস।
আমি তো কিছু লিখে খালাস,
জোতস্নার মত তোমার আলো,
স্নিগ্ধ গোপন হাস্নুহানার সুবাস।
তাই যখন তুমি কথা বল,
প্রকাশ তোমার আবেগ যত,
আমার ভাষার খেয়া হারাই
প্রকাশ তোমার আবেগ যত,
আমার ভাষার খেয়া হারাই
প্রাণ ভরে সেই গন্ধ হৃদয়ে নেই।