আমার বেচে থাকার সমস্ত ইচ্ছা,
দুই বিন্দুতে ঘোরে সর্বদা,
এক বিন্দুতে দাঁড়িয়ে আমার মেয়ে,
অপরটায় বসে তার মা।
দুই বিন্দুতে ঘোরে সর্বদা,
এক বিন্দুতে দাঁড়িয়ে আমার মেয়ে,
অপরটায় বসে তার মা।
নিজের সন্সারে মশগুল তারা,
দৌনিক জীবন রংমশাল হাতে,
হাসি কান্নায় রান্নাবাটি করা,
ভেজা চোখে দেখি আমি,দূরে থেকে।
দৌনিক জীবন রংমশাল হাতে,
হাসি কান্নায় রান্নাবাটি করা,
ভেজা চোখে দেখি আমি,দূরে থেকে।
কতকিছু আসে মনে,
দুইহাত দিয়ে করি আড়াল,
ছোট্ট দুই প্রদীপটি আমার,
আলো করে দুই সন্সার।
দুইহাত দিয়ে করি আড়াল,
ছোট্ট দুই প্রদীপটি আমার,
আলো করে দুই সন্সার।
আমি যে পারিনা কাছে যেতে,
পারিনা যে মাথায় হাত বুলিয়ে দিতে,
পারিনা কেন জরিয়ে ধরতে বুকে,
চিরকাল ঘুরি তাদের চারিপাশে।
পারিনা যে মাথায় হাত বুলিয়ে দিতে,
পারিনা কেন জরিয়ে ধরতে বুকে,
চিরকাল ঘুরি তাদের চারিপাশে।
তবে সেটাই আমার সুখ,
যখন দেখি তাদের হাসিমুখ,
কন্ঠস্বর শুনি যখন ফোনে,
ঝিনঝিন ঘন্টা বাজে মনে।
যখন দেখি তাদের হাসিমুখ,
কন্ঠস্বর শুনি যখন ফোনে,
ঝিনঝিন ঘন্টা বাজে মনে।