নীলাঞ্জনা, নয় সেই কিশোরী,
নীললোহিতের আজকের নীল চোখে,
আমার কাছে যে সে স্কার্ট পরা,
এক পায়াড়া চুলে লাল বাধা ফিতে,
বলতাম কি অত দেখিস তুই,
নীললোহিতের দিকে তাকিয়ে?
আজ বুঝি, তুই দেখেছিস,
নীললোহিতের আজকের নীল চোখে,
আমার কাছে যে সে স্কার্ট পরা,
এক পায়াড়া চুলে লাল বাধা ফিতে,
বলতাম কি অত দেখিস তুই,
নীললোহিতের দিকে তাকিয়ে?
আজ বুঝি, তুই দেখেছিস,
নীলের দিলখোলা হাসিটা নীলের সাদা চুলে,
নীলের পাশে আছিস ঠিক তেমনই,
যেমন ছিলিস চার দশক আগে।
নীলের পাশে আছিস ঠিক তেমনই,
যেমন ছিলিস চার দশক আগে।