যত বার ভাবি উড়ে যাব,
কে যেন টেনে রাখে আমায়,
তাই মনকে দেই উড়িয়ে,
আকাশ পানে মেঘের কাছে,
ভিজে তুলোয় লিখে রাখি,
কিছু কথা যা ছিল বাকি,
সময়ের কুঠারিতে দিই ভরে,
সময় হলে পড়ে দেখবে সে।
যত বার ভাবি উড়ে যাব,
কে যেন টেনে রাখে আমায়,
তাই মনকে দেই উড়িয়ে,
আকাশ পানে মেঘের কাছে,
ভিজে তুলোয় লিখে রাখি,
কিছু কথা যা ছিল বাকি,
সময়ের কুঠারিতে দিই ভরে,
সময় হলে পড়ে দেখবে সে।