কোনদিন ভাবিনি,
আছে এক মনপাখি,
মনের গভীরতম গভীরে,
আছে এক মনপাখি,
মনের গভীরতম গভীরে,
কোনদিন যে বুঝিনি,
ভাললাগার ব্যাথা গলায় আটকা,
যখন দেখা হয় না কিছুকাল সমীপে,
ভাললাগার ব্যাথা গলায় আটকা,
যখন দেখা হয় না কিছুকাল সমীপে,
নীরবতার ভাষা বুঝিনি আগে,
বুঝি এখন,
যখন বাদামী আখিজোড়া
খেয়ালিপনা করে হাসতে থাকে,
বুঝি এখন,
যখন বাদামী আখিজোড়া
খেয়ালিপনা করে হাসতে থাকে,
আমায় নিয়ে চিন্তা করো নাকো,
ব্যাস্ত জীবনে পাবে যখন সময়,
আখী দুটি বন্ধ কর তোমার করতলে,
ব্যাস্ত জীবনে পাবে যখন সময়,
আখী দুটি বন্ধ কর তোমার করতলে,
এক নিমেষ কল্পনা কর,
আমি ছিলাম,
আমি আছি
আমি থাকব,
পথ চেয়ে।
আমি ছিলাম,
আমি আছি
আমি থাকব,
পথ চেয়ে।
তুমি বোঝ নি সেদিন,
দেখেছিলেম এক সকালবেলা,
হাতে ব্যাগ, উচু গ্রিবা শারী পড়া,
নজর কেড়ে নেয় একবারে।
দেখেছিলেম এক সকালবেলা,
হাতে ব্যাগ, উচু গ্রিবা শারী পড়া,
নজর কেড়ে নেয় একবারে।
অসম্ভব বিস্বাস নিয়ে সচল,
মন্দগতি ধীর পদক্ষেপ প্রতি,
দৃষ্টি সমুখে অচল,
নিয়ে জয়পতাকা চলেছেন দেবী।
মন্দগতি ধীর পদক্ষেপ প্রতি,
দৃষ্টি সমুখে অচল,
নিয়ে জয়পতাকা চলেছেন দেবী।
কালপুরুষের শক্তি তোমার শরীরে,
মন টা নরম যেন চাঁদজোতস্না,
হৃদয়ের স্পর্শ ফোটে তোমার হাসিতে,
মিষ্টি মধুর ভেজা কিছু হাস্নুহানা।
মন টা নরম যেন চাঁদজোতস্না,
হৃদয়ের স্পর্শ ফোটে তোমার হাসিতে,
মিষ্টি মধুর ভেজা কিছু হাস্নুহানা।
চাই না কিছু,শুধু রেখ
এক মুহুরত ভাল লাগা,
একটু খুনসুটি, একটু বকা,
তোমার ডালি থেকে,
চিরকালের জন্য।
এক মুহুরত ভাল লাগা,
একটু খুনসুটি, একটু বকা,
তোমার ডালি থেকে,
চিরকালের জন্য।