ছোট মোর নোউকা খানি,
খালের পারে বাধা খুটিতে,
করি পারাপার, যে চায় আসি,
সকাল সন্ধ্যা, বিনা কড়িতে।
আছে এক ছোট ছাউনি,
কলস ভরা জল,
আমার ভাসমান কুঠি,
দৈন্য কিন্তু সদা সচল।
রুপকুমারী কাঞ্চনকন্যা
বাহন আমার পছন্দ করে,
আলতা পায়ে আসিল যখন,
উঠিবে না অন্য কোনখানে।
লাল ডুড়িকাটা শাড়ি পড়নে,
চম্পক ফুলে সাজা ঘন চুল,
বসিয়া মোর ছাউনি তলে,
দোলে তার সবুজ কানের দুল।
আসমান পানে চাহিয়া রহে,
চোখে অফুরন্ত মায়া বারতা,
অপলক তারে তরসে দেখিতে,
বঠি চালাই ছলাত ছলাত।
জীবননদী বহিয়া চলে
উথাল পাথাল দুই পার ভাসাইয়া,
কেউ চড়ে পালতোলা বজরাতে,
কারুর ভাগ্যে ছিপছিপে কাঠের নোউকা।
না হয় বসিলাম তোমার নোউকাতে,
কিছুক্ষন,
না হয় করিলাম পান তোমার কলস হইতে,
না হয় খাইলাম এক মুঠি শাক ভাত,
তোমার ছাউনির নীচে,
কিন্তু এ যে আমার নিজের ইছছাতে,
নিজের ভাবনার সুরেতে,
বাকি সব যা আছে,তাতো
নিয়মবন্ধ dictionary তে।
তুমি কহিলে।