কই এলো না তো,
সেই এলোকেশী,
কপালে টিপ,মিষ্টি হাসি,
যেন সমদ্রের তীরে এসে
ঝাপিয়ে পড়া
এক গুচ্ছ সাদা ফেনা,
আমার বালুকাময় শুস্ক হৃদয়ে,
সাদা ফেনায় নিয়ে আসা ঝিনুকগুলি,
শুধু করে খেলা।
কই এলো না তো,
সেই এলোকেশী,
কপালে টিপ,মিষ্টি হাসি,
যেন সমদ্রের তীরে এসে
ঝাপিয়ে পড়া
এক গুচ্ছ সাদা ফেনা,
আমার বালুকাময় শুস্ক হৃদয়ে,
সাদা ফেনায় নিয়ে আসা ঝিনুকগুলি,
শুধু করে খেলা।