পাখী হয়ে নিল আকাশে উড়তে চাই,
মেঘে ভেজা তুলোর মত ভাসতে চাই,
পাহাড়ের গায়ে আঘাত দিয়ে বাচতে চাই,
সহস্রশলিলা হয়ে নামতে চাই।
আমি যে ভালবাসতে চাই,
রামধনু হয়ে রঙ বিলোতে চাই,
ফুল হয়ে তোমার আচলে বসতে চাই,
কাজল হয়ে আঁখিপাতায় থাকতে চাই।
আমি যে নদী,বিলীন সমুদ্রে মেলার আগে,
দুইফোটা চোখের জল শুকিয়ে যাওয়া,
ভোরের পাখী ঘুম ভাংগার আগে,
শেষ শীষিরবিন্দু পাতা থেকে পড়া ।