আমার দেখতে বড় ভাললাগে,
যখন পাতা নড়ে হাওয়ার ছোয়ায়,
কিচিরমিচির পাখী বসে মগডালে,
সন্সারের খুটিনাটি মনে করায়।
মনে হয় বসে কিছুক্ষন,
জানালার দিকে তাকিয়ে থাকি
পাশেপাশে থাকবে তখন,
সেই যেমন ছিলাম একদিন সাথি।
আমি কিন্তু সেই একইরকমভাবে,
তেমনি মনে জ্বালাই দ্বীআ
এক মুঠি শিউলি দুই করতলে,
অর্ঘ জানাই রোজ সকাল সন্ধ্যা।
যে আমায় নিজের ভাবে,
দূরের কিন্তু একান্ত আপনার
সঁপেছি যত মোর ভাবনা তারে,
খুশী সমস্ত করে দিই উজার ।