উদাসী হাওয়া জিজ্ঞাসা করি তোরে,
কোথায় গেল সে,
প্রস্ন করি আকবাকা পথ ফিরে,
পথ দেখিয়ে আনবি তো রে?
গাছ থেকে পিছলে পরে
একটা একটা করে শুকনো পাতা,
দেখেছি সারা দুপুর ধরে,
জানালার সামনে ঠায় বসে বাধা।
দুটি জীবন দুটি বৃন্তে ফোটা,
খেয়লী বাতাসে দুলতে থাকে,
একজন আপন মনে করে খেলা,
চোখের মণি হয়ে অন্যজনের, সারা বেলা।