তুমি বলতে, কত কাজ,
এক হাত, সামলাই একেলা,
কোথা থেকে পিছলে যায় সকাল
রই,ঘুমোই, আসে বিকেলবেলা।
বই পড়ো, চোখে চশমা,
উপুর হয়ে শুয়ে বিছানা
পড়ছ একমনে ঠোটদুটি চাপা,
সুখদুঃখের কাহিনী এক রাজকন্যা।
ঘুরে বেরাও আপনমনে
দেখতে পার না তো আমায়
আমি যে থাকি আকাশে বাতাসে
কখনো মনের কল্পনায়।
আমি যে রই সবসময়,
আকাশে বাতাসে তোমার ইচ্ছেতে,
ইচ্ছেমত জাগিয়ে রাখো,
ঘুমিয়ে পড়তে বল শেষে।