কেমন জানি মনে হল,তুমি মোড়ায় বসে,
উঁচুতলা ব্যাল্কনিতে দুপুরবেলা পিঠ ঠেকান,
কালো ঘন চুলে মেঘলা করা কাধে ঝুলে,
সোনালি চশমা চোখে, কিছু পড়ছ যেন।
দেখি এক চঞ্চল শিশু,
খেলে তোমার পিছু
কবরী ধরে,উতফুল্ল প্রান,
নিঃসংশয়ে দিল টান।
তুমি ফিরে তাকিয়ে, দিলে এক বকুনি,
উত্তর পেয়ে শিশুমন চঞ্চল আরো তখুনি,
লতাপাতা ভেবে দিল সে কামড় বেণীতে,
তর্জনী তুলে গম্ভীর স্বরে শ্পর্শিলে তারে।
খেলা বন্ধ রেখে চঞ্চল মন কেঁদে ওঠে ,
নিমেষের মাঝে কোলে নিলে তুলে,
বল না আমায় একটু “মা” বল না,
শিশু কাঁদোকাঁদো স্বরে বলে “মাম্মা”.