ক্ষতি কি, না হয় হলেই বা মৃণালিনী,
যখন তুমি থাকো একা আনমনে,
ঠিক সেই বজরায় দাঁড়ানো দেবী চৌধুরানী।
ফুল বাগিচায় হাস্নুহানা,
বিদ্যাধরী পদ্মাবতী,
যখন তুমি আকায় মগ্ন
ঠিক যেন স্বরস্বতী।
হলেই বা মা যশোদা,
মমতা ভরা আচল খানি,
সদা সর্বদা আশীষ ভরা,
আমার তুমি ভুবনমোহিনী।
জানি তুমি লক্ষী হয়ে
বিরাজ তোমার আপন ঘরে,
মনের মাঝে আমি তোমায়
রাধার মত রেখেছি সেজে।