সকল ধারা
যখন শুকায়ে যায়
পৃথার মাটি
যখন কাদে নিরালায়,
উদয় তখন
দূর দিগন্তে
একটুকরা আশার আভা,
রক্তিম সুরজ্যের শোভা
আগামীকালের নুতনের
বারতা জানায়,
কয়েক ফোটা বৃষ্টি বরষনের
অপেক্ষায়।
Your mind is gateway to your soul
সকল ধারা
যখন শুকায়ে যায়
পৃথার মাটি
যখন কাদে নিরালায়,
উদয় তখন
দূর দিগন্তে
একটুকরা আশার আভা,
রক্তিম সুরজ্যের শোভা
আগামীকালের নুতনের
বারতা জানায়,
কয়েক ফোটা বৃষ্টি বরষনের
অপেক্ষায়।