ইশান কোণে উঠেছিল চাঁদ যখন,
গোধুলীর ধুলি ছিল আকাশে,
কালো ঘোমটাব ফাকে উকি দিয়ে তখন,
বলে “যুগে যুগে আসব ফিরে কাছে”।
আমি যে একই,নীল রুপালী,
কখনো বা আজকের মত কমলা,
জোতস্না কিন্তু সদা শুভ্র নিলাদ্রি,
ঢেলে বেড়াই সদা ভালবাসার লালিমা।
ইশান কোণে উঠেছিল চাঁদ যখন,
গোধুলীর ধুলি ছিল আকাশে,
কালো ঘোমটাব ফাকে উকি দিয়ে তখন,
বলে “যুগে যুগে আসব ফিরে কাছে”।
আমি যে একই,নীল রুপালী,
কখনো বা আজকের মত কমলা,
জোতস্না কিন্তু সদা শুভ্র নিলাদ্রি,
ঢেলে বেড়াই সদা ভালবাসার লালিমা।