ঝড় তুফানের সাথে
আমার সমপরক বেশ
যখন চাই ভালবাসতে
খোড়া করে দিল শেষমেষ।
ঝপাং করে আসা
কত কাজের ফাকে ফাকে
যেন এল বৃষ্টি এক পশলা
অনেক দিনের পরে।
কিছু ভাবি যদি, হয় অন্য কিছু
পেলাম যদি কখনো খুশী
ফিরে এল যে তুফান পিছুপিছু
যেটুকু ছিল,উড়ে গেল তখুনি।
ইছছে করে বসবে পাশে,
গুনগুনিয়ে গাইবে গান
কিছু অনুরাগের মাঝে
রইবে টুকরো মান অভিমান
আমি তো সেই একই আছি
না হয় সবাই গেছে চলে
মুহুরতের শ্পর্শ ধরে রাখি
মনের বয়স তাই যায় না বেড়ে।