কখনো তো হয় নি এমনে
গেল যে চলে কথা না বলে,
সামন্য কিছু তোমার কাছে,
পাশে ঘিরে সবাই যে আছে।
গেল যে চলে কথা না বলে,
সামন্য কিছু তোমার কাছে,
পাশে ঘিরে সবাই যে আছে।
অবশ্য তুমি তেমনতর,
রজনীগন্ধা গুচ্ছস্তবক,
মাথা তুলে দাঁড়ানো বাগানে,
সবকিছু দাও যে বিলিয়ে ।
রজনীগন্ধা গুচ্ছস্তবক,
মাথা তুলে দাঁড়ানো বাগানে,
সবকিছু দাও যে বিলিয়ে ।
আমি যে বাগানের বাইরে,
কৃষ্ণচূড়ার গাছ দাঁড়িয়ে,
দেখি রোজ সাদা ফুলকটি,
হেসে খেলে দোলায় যে বেনী,
মিষ্টি মধুগন্ধর সুবাসে,
রাঙিয়ে দিলে সে আশপাশে।
কৃষ্ণচূড়ার গাছ দাঁড়িয়ে,
দেখি রোজ সাদা ফুলকটি,
হেসে খেলে দোলায় যে বেনী,
মিষ্টি মধুগন্ধর সুবাসে,
রাঙিয়ে দিলে সে আশপাশে।
চাইলে পারতাম না ছুতে,
তুমি যে থাকো অনেক দূরে,
একা দাঁড়িয়ে ধারে পথের,
উড়িয়ে দিই পাতা গাছের,
হয়ত কয়েকটা পড়েছে,
তোমার অনেক আরো কাছে,
একটা কুড়ি না হয় দিলে,
উড়ে আসুক আমার পড়ে।
তুমি যে থাকো অনেক দূরে,
একা দাঁড়িয়ে ধারে পথের,
উড়িয়ে দিই পাতা গাছের,
হয়ত কয়েকটা পড়েছে,
তোমার অনেক আরো কাছে,
একটা কুড়ি না হয় দিলে,
উড়ে আসুক আমার পড়ে।