মন আছে বলেই তো বলে,
হয়েছে মন খারাপ,
তখন লাগেনা ভাল কিছুতে,
শুধু মন খারাপ,
ইচ্ছে করে না কিছু,
কারো কাছেপিঠে থাকতে,
শুধু মনে হয় পিছু
একা একা খারাপ ভাবতে।
মন যে বড়ই একা,
লাগে যদি কখনো কোন দাগ,
হয়ে খানেক দৃষ্টিপথেরকাঁটা,
আবছা করে ভালবাসার ভাগ।
লাগে যদি কখনো কোন দাগ,
হয়ে খানেক দৃষ্টিপথেরকাঁটা,
আবছা করে ভালবাসার ভাগ।
দুনিয়াটা যে অনেক বড়,
ফুলপরী,
সুযোগ পেয়েছ মানব হয়ে জন্মাবার,
চোখ খুলে দেখ ওই রবিরশ্মি,
নিজেকে জ্বালায় তোমাতে উষ্নতা পৌছবার।
ফুলপরী,
সুযোগ পেয়েছ মানব হয়ে জন্মাবার,
চোখ খুলে দেখ ওই রবিরশ্মি,
নিজেকে জ্বালায় তোমাতে উষ্নতা পৌছবার।
তুমি ভাল থাকবে বলেই,
রোজ শত কষ্ট সয়েসয়ে,
উকি দেয় পাহাড়ের আড়ালেই,
সন্তান কেমন আছে জানতে।
রোজ শত কষ্ট সয়েসয়ে,
উকি দেয় পাহাড়ের আড়ালেই,
সন্তান কেমন আছে জানতে।