এখনো তো গরম পরেনি তেমন,
তবুও মাঠেঘাটে এক অদ্ভুত শুষ্কতা,
বুলবুলির ডাক শুনিনা বাগানে এখন,
না শুনি কফি টেবিলে গরম বক্তৃতা।
ব্যাস্ত সবাই, সন্সারের রেলগাড়িতে
আমার ইস্টিশন যে বহু দূরে,
মালগাড়ী ছাড়া কিছু আসে না পাশে,
তাই শুধু গুনি বারান্দায় বসে।
মন যে আজ উড়ে যেতে চায়,
সাত সুরের মিঠাস শুনতে চায়,
রাম ধনুর রংবেরঙ কন্ঠে ভেজাতে চায়,
কিছু সময় আবোলতাবোল শুনতে চায়