অনেক ব্যাথা পেতে হয় ভালবাসলে,
হয়ত একসময় ভিতরের গোঙানী,
শুকনো চোখের জল হয়ে যায় বেরিয়ে,
অভ্যেস হয়ে গেছে বারবার না পাওয়ার
তাই আর সে যন্ত্রণা হয়ে করে না আঘাত,
এই টুকু সময় পৃথিবীতে,
জীবনের সন্ধ্যাকালে যদিবা জ্বালাই দীয়া,
দুই হাত ঘিরে ধরে রাখি তার আলো,
ঝড়ঝাপটায় ভয় নিভে যাওয়ার,
আপ্রাণ চেষ্টা জ্বালিয়ে রাখার,
আমার ব্যাথার সাথে তার মিতালী
আগুনের শিখার সাথে তাই আমিও জ্বলি।