খুঁজে ফিরি তোমায়
আকাশে বাতাসে,
কখনো বা বইয়ের পাতায়
লক্ষ অক্ষরের মাঝে,
জানালার সামনে
বিশাল গাছের পাতার ফাঁকেফাঁকে,
ঘড়ির কাটার
টিকটিক শব্দের মাঝখান।
তোমায় দেখিতে পাই না,
তবু জানি তুমি আছ,
হৃদয়ের অন্তরালে জ্বালিয়ে
ছোট্ট এক আশার আলো।
ওই এক ছোটো আলোর রশ্মি,
ওই এক মিষ্টি সকালে কুহু বেলা।
মন খারাপের দুপুরবেলায় কণ্ঠধ্বনি,
জীবনের শেষ প্রান্তে গোধুলীর রঙ খেলা।