আজ ৩০ চৌত্র,ত্রয়োদশী,
সন ১৪২৪ এর শেষ প্রভাত,
ঝাপিয়ে পড়ল সুরজ্যের রশ্মি,
নীল পুকুরের সবুজ জলে।
একেলা তো আমরা সবাই,
তবু কেন ইচ্ছে দোসর করতে,
জন্ম মৃত্যু ঘটনা আমারই,
কেন পারি না আমিই স্থির করতে।
ইচ্ছে করে ডুবিয়ে দিই
আশা আকাঙ্ক্ষা মায়া মমতা,
কোলাহল থেকে দূরে চলে যাই,
ছেড়ে মান অভিমান অনুশোচনা।
হয় না কেন এমন,
যদি পারতাম ভুলতে সবকিছু
শুধু রইবে সবসময় আজ,
কষ্ট পাবে না কেউ কোনকিছু।