সমুদ্রের তীর ধরে আমরা সবাই,
জীবনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাই,
কুঁড়িযে তুলি ঝিনুক শঙ্খ প্রবাল,
ভাল মুহুর্তগুলিতে একই খেয়াল।
ঢেউয়ের তালে তালে চলতে গিয়ে,
কখন চলে গেছি অনেক দূরে,
একেলা আমি ,থমকে থামি,
অনেক দূরে তোমরা আছ,
সংসার খেলা খুশিতে খেলছ,
ভুল তখনই বুঝতে পারি,
বাকি আছে খেলার শেষ ঘন্টা খানি,
ধীরে ধীরে তাই সরে আসি,
আমার পথ যে গেছে বেঁকে
অনেক আগে অনেকখানি।