অনেকটা পদ্মপাতা ও বৃষ্টি র ফোটা কাহিনী **
বৃষ্টির ফোটা মেঘে তে ভেসে বেড়াচ্ছিল বেশ,হঠাৎ এলো এক উথাল পাথাল, ছিটকে পড়ল সবাই,কে কোথায়।
মাটিতে এক পুকুরের মাঝে ভাসছিল এক পদ্মপাতা,এক টা ফুল আর ডাল পালা নিয়ে ঘর তার। সকালে পাপড়ি মেলে তাকানো,সারাদিন হাস পাখির সাথে খেলা করে,পদ্মপাতার জীবন চলে যায় একভাবে,বেশ ছিল বেশ। পদ্মপাতা বাতাসে তিড়িতিরি করে নাচত।
সেদিন ঝড়ের বেগে পড়ল এক ফোটা,অবাক কান্ড,নড়ে চড়ে বেড়ায় পাতার উপর,গল্প শোনায়।
বেশ চলে যায়। পাতার উপর একটা ফোটা,গায় লাগে না,আদরে যত্নে থাকে।
একদিন এলো এক এলোমেলো বাতাস,পদ্মপাতা উঠল নড়েচড়ে, তাই টুপুস করে গেল পড়ে বৃষ্টির ফোটা।
ফোটা ভুমিতে পড়ে গেল মিলিয়ে। পদ্মপাতা ভাবল কি কে জানে?