বেশ উঠেছে রোদ্দুর টা,
সাথে ফুরফুরা বাতাসটা,
বকে দিলে এক ঝলক শব্দ,
ঠিক যেমন গরম তেলে পড়া
পাচফোরন জব্দ,
কত কি কাজে
ব্যাস্ত তোমরা,
সন্সার ভরন পোষণ,
কিছু নিয়ম কানুন,
গন্ডি কাটা দুনিয়া।
তাকিয়ে দেখোনা,
গাছের পাতায় পাখিটি,
কিচিরমিচির করে সারাবেলা,
আছে সংসার তোমার মতটি,
তবু রোজ সকালে ডাকে কুহু,
জানায় প্রভাতের আবির্ভাব,
নতুন জীবনের আশা শুরু,
প্রকৃতির সাধারণ প্রভাব।
তাই বলি শোন,
হৃদয় মন্দিরে রেখেছ যে ভাবনা,
উদার কন্ঠে একবার গেয়ে নিও,
বিদায় হবে সমস্ত বেদনা যাতনা।