আমরা গড়েছি পৃথিবী স্বপ্নের,
হয়ত দু ফোটা অশ্রু দিয়ে,
দেয়াল তার ঠুনকো হলেও,
সরল স্ফটিকস্বচ্ছ্ব রইবে সে।
মনের মাঝে না কিছু রাখা,
না কিছু চাওয়া পাবার আশা,
রংচঙা এই দুনিয়াতে,
সাদাকালো সিলুটে ভালবাসা।
একটু সান্ত্বনা,
একটু বঞ্চনা,
দুটি হাসি দুটি কথা,
কিছু আদেশ,
কিছু উপদেশ,
এই নিয়ে চলে দিনশেষ।