অনেক ভীড়ের মাঝে,
তুমি আছ আমি জানি,
কাছে নয় হয়তো,
দূরে আছ জানি।
কথা বলার মাঝে,
তোমার সাথে বলি কথা
মনে মনে,
তুমি শুনবে বলে,
আমি জানি।
তুমি আছ, এখানে নয় সেখানে,
তবু মধ্যে মনে হয়,
আছ তুমি এখানে,
দূরে আছে তবুও,আমি জানি।
হয়ত আমি পারি না ভালবাসতে,
অন্যর মত,
তবুও মনের মাঝে তুমি আছ,
আমি জানি।
vallo
LikeLike