স্টেশনের প্ল্যাটফর্মে সেদিন যখন,
দাড়িয়েছিলেম অনেকক্ষন একেলা,
ছিল ডাউনগাড়ির শেষ প্রদক্ষিণ তখন
এবারে হয়ত তার শেডে ফেরার পালা।
পাখীগুলি কিচির মিচির গাছে এসে ফিরে,
সন্ধ্যা হলে একটু কাছের সংগ পাওয়া,
কত কথা বলার বাকি সারাবেলার শেষে,
ওইটুকুই তো এই ছোটো সংসারের আশা।
আমি বসে ওয়েটিং রুমের জীর্ণ কেদারায়,
টিমটিমে আলোর নিচে টেবিলটা ভাংগা,
রাতটা কাটাতে হবে রেলের অপেক্ষায়,
একেলা আমি, বাইরে বসে না।
সেদিনও আমার ঘুম আসেনি রাতে,
ভাবছিলাম একটি কথাই বারেবার,
কেউ না কেই সবারই অপেক্ষা করে থাকে,
কিছু কথা রয়ে যায় মনে যা বলা দরকার।
তারপর বোকার মত নিজেই হেসে ফেলি,
আমার তাতে অত চিন্তা কি,
মনের লাইব্রেরীতে যা জমা করেছি,
থাকুক সেখানে তালা বন্ধ আর কি।