জীবন টা কাটাই যত,
মিনিটের কাটাগুলি যেমন,
ইলাস্টিক ব্যান্ডের মত,
বাড়তে থাকে তেমন তেমন।
সুখ দূঃখের কলসি সবই
উপচে পড়েছে এদিকটা
ভরে গিয়েছে কানাকানি,
কিছু কম হয়েছে দেখি তো না।
একটি কলসি তারই মাঝে,
সবার চেয়ে অন্যরকম,
কিছু সময়ের ভান্ডার সে যে,
এখনো কাচা মাটির মত নরম নরম।
ভুলবো, বলা সোজা বলি,
দামি যে সে আনমোল,
বাশীর সুরের মত মিষ্টি,
কানে বাজে এখনো তার মিঠে বোল।
ওই কলস টাই মোর শেষ সম্বল,
আমি থাকি তাই কল্পনায়,
আমার সুখ দুঃখের সাথীকে নিয়ে,
দূরে রই,পাছে দূঃখ না ছুয়ে যায়।