পাছে তোমায় ফেলি ছুয়ে,
তাইতো সদা দূরে থাকি,
ভুলে কিছু দিলে প্রিয়ে,
আপন করে তুলে রাখি।
তোমার বাগানে আছে সাজানো,
গোলাপ, বেলি, জুই, দোপাটি,
তারই মাঝে এসেছি কখনো,
আমি এক অজানা আগাছাটি।
দেখি তোমায় রোজ সকালে,
স্নানটি করে শুভ্র বসনে,
এসে দাঁড়াও গোলাপের সামনে,
ভালবাসাটি দাও উজাড় করে।
আপন মনে গুনগুনিয়ে
কাকনের তালের বোলে,
মন ভোমরার গানের সুরে,
ভিজিয়ে দিলে সেই জনেরে।
পড়ল যদি কিছু ছিটেফোঁটা,
আমার ‘পড়ে দূরে থেকে,
পাপড়ির গভীরে রইলো জমা,
আচলে কখনো নিয়ো গো তুলে।
আমার ভালবাসাতে নাই চঞ্চলতা,
নাই এতে সুবাস রঙের বাহার,
পথ তোমার শুধু মসৃণের আশা,
শেষ পাতাটি বিছিয়ে দেবার।