ইশ্বর যেন একজন কচি শিশু,
সাবানের বুদবুদ তৈরি করায় ব্যাস্ত,
আমরা সবাই সেই বুদবুদ,
উড়ে বেড়াই এই ভূমিতে,
সবাইয়ের আলাদা আলাদা স্থান,
তবে কোনোটা ছোটো কেউ বড়,
কেউ গোল বলাকার মত,
কেউ বা একটু ডিম বা আপেলের মতন,
ভাসতে ভাসতে কেউ আবার আটকে পরে,
আর এক বুদবুদের সাথে,
উড়তে থাকে হাওয়ায়।
আলোর ঝলকানিতে তারা হয় রংগিন,
ইশ্বরের খুশীর বারতা পৌছে দেয়,
প্রকৃতির সব যায়গায়।
ফুটে গেলেও ক্ষতি কি,
আছে তো আরো অনেক
তারা তো আছে,
ছড়িয়ে দিতে হাল্কা খুশীর মেজাজ