নানা কথার ভীরে আসল কথাটি,
লুকিয়ে রয় মনের মাঝে,
অনুভবের সাথে খেলে তারা লুকোচুরি,
সময় ফুরিয়ে যাবার পরে।
পুঞ্জীভূত কথা ভেসে বেড়ায় আমনে সামনে,
যখন থাকি বসে নিরজনে একেলা,
মনে হয় শুনি কিছু জবাব কখনো,
এই যে আমার দিন রাতের খেলা।
স্মৃতি টুকুই আমার যে সম্বল,
মেঘলা দিনে পৃষ্ঠাগুলি খুলে খুলে দেখি,
ছবিখানি এখনো আছে উজ্জ্বল,
ভাবনাগুলি মনেই রেখে রাখি।