বসে ছিলাম বুতিনের পাশে,
না উঠে যায় চমকে পাছে,
এলোমেলো চিন্তা আসে মাথায়,
নানানরকম সুর তাল পাকায়,
সবাইয়ের ভিতর আছে এক কলসি,
জল ভরা নয়, ভরে যায় আপনি আপনি,
ছোটো থেকে তুমি যা পাও যত স্নেহ মমতা,
মাটির কলসে জমা থাকে সেই সব ভালবাসা,
ধীরে ধীরে তুমি বড় হলে, নানা রংগে রং লাগালে,
কলস কিন্তু থাকে সেই এক,
মা বাবা ভাই বোনের ভালবাসার ব্যাগ,
তুমি হয়ত ঘর বসালে,
সুন্দর সাজে বাইরের ঘর সাজালে,
মনের ভিতরের কলসের সুধারস,
সে যে সাজায় তোমার অন্তরের যশ,
তাই তে প্রকাশ তোমার ভিতর বাহির,
যে তোমায় করেছেন এই অমূল্য দান,
তাদের মনে মনে করে দিও প্রণাম,
তুমি সুন্দর,তুমি যে আলোর ঝর্ণা,
তাই তো তোমায় নিয়ে এই কল্পনা।