অপরূপ

শুভ্রজোতস্নার কোমলতা তুমি,সবুজ ঘাষের উপর অশ্রু তুমি,কখনো ভগিনী,কখনো বা জননী,কখনো বা প্রিয়া মধুরভাষীনি,কখনো বা অন্নপূর্ণা, কখনো বা মেনকা,একই অংগে এত রুপ দেখি,তাই তো তোমায় সদা প্রনমি।

হারিয়ে যেতে যেতে

হারিয়ে যেতে চায় মন,হাজার লোকের মাঝে। বৃষ্টি ভেজা পথ,দুটি হাত ধরে যাওয়া,হল না তো এই জীবন,তবু দেখে বড় ভাল লাগে,যখন তোমাদের দেখি যেতে,কাছে পাওয়া,কথা বলা,খুনশুটি পাশাপাশি,দেখতে বড় ভাল লাগে। তাই আজ হারিয়ে যেতে চায় মন,হাজার লোকের মাঝে,চাই না কিছু চাওয়া পাওয়া,ফেলে রেখে দিয়ে যেতে চাই,আমার সেই মনটা,সময় অসময়ে যে করে বিড়ম্বনা। আজ থেকে বহু বছর… Continue reading হারিয়ে যেতে যেতে

এক চেনা সুর

কিছুক্ষণ পরে,তুমি যাবে ফিরে,তোমার নিজের স্বপ্নের জগতে,কোথা থেকে আসে ভালো লাগা, কত দূরের কিন্তু সুর না অজানা,অনেকক্ষন রয়ে যাবে তাল নূপুরের,চুড়ির ঝঙ্কার ,সুবাস যুঁই ফুলের।দেব ভরে তোমার আচলে   চেনা কয়েকটাশিউলি ফুলে, সুর গুলি ভুলো না বল, রেখো মন মাতানো গানের মত।