কহে পুরুষ,
দাম্ভিকতার মাঝেই রয়ে যে
পুরুষের গৌরব মান,
সভ্যতার আলোর প্রদীপে
তাই দেখ শত পুরুষের নাম,
নারী কহে,
লক্ষ নারীর নারীত্ত তে
জ্বলে আলোর শিখা
,হয়তো বোঝনা তুমি সেই আলোর উষ্ণতা,
নারীর সুন্দরতা নয় শুধু পুরুষের বাহুডোরে,
দেখেছে কি তার প্রকাশ,
যখন সে ফুল তুলে রাখে মাথে,
জল ভরা কলস নিয়ে চলেছে কাখে,
কোলে বসে তারই কচি শিশুটি,
ভবিষ্যতের বাণী নিয়ে এসেছে যে আশাবাদী,
মুখে হাসি সদা, ব্যাপ্ত করে তার সৌরভ,
সন্তানের গৌরবেই মাতৃকার গৌরব।