ভাল লাগে আমারবাজার করতে,মুকুন্দপুরের সেই বাজার,ছোট ছোট দোকানে,সাজিয়ে রাখা আনাজ,মসৃণ বেগুন আলু পেয়াজ,জ্বলছে টিম টিম করে,তবে কেরোসিন নয়কো,সতেজ আলো ইলেক্ট্রিকের। দড়াদড়ি আছে এখনো,মিষ্টিসুরে,ধিমি বায়না,তবে হা,পেলাম চা মাটির খুড়িতে একটাকা। সারি সারি দোকান পাট,হাড়ি কলসি জামা শাড়ি,নতুন বিক্রি,পুরানো খাট,খরিদ্দার সবাই যায়,লুঙ্গী গেঞ্জি, টি শার্ট জিন্স,জুতা চটী খরম পায়ডুরেশাড়ি ,স্কারট পড়া teenস। নিরীহ নিলিপ্ত মানুশ অগুন্তি,খুজে বেড়ায়… Continue reading কলকাতা মহানগরী
Month: May 2018
life
life is so funny, You care so much and they leave thee, one by one just like leaves falling out of tree. You love someone, she misunderstands sometime turning love into silent one. You tried hard to make her believe thee the tide came so naturally, the good person inside you only beckoned me. I… Continue reading life
চলতে গিয়ে
সমুদ্রের তীর ধরে আমরা সবাই,জীবনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাই,কুঁড়িযে তুলি ঝিনুক শঙ্খ প্রবাল,ভাল মুহুর্তগুলিতে একই খেয়াল। ঢেউয়ের তালে তালে চলতে গিয়ে,কখন চলে গেছি অনেক দূরে,একেলা আমি ,থমকে থামি,অনেক দূরে তোমরা আছ,সংসার খেলা খুশিতে খেলছ,ভুল তখনই বুঝতে পারি, বাকি আছে খেলার শেষ ঘন্টা খানি,ধীরে ধীরে তাই সরে আসি,আমার পথ যে গেছে বেঁকেঅনেক আগে অনেকখানি।