কতদিন পরে এলি দেখ দেখিনি,
সেই এসেছিলিস গত বরষায়,
ইস মুখ টা হয়ে গেছে রোগা শুটকি,
সকাল বিকেল খাস নি কেন দুবেলায়?
এই গত সপ্তাহেই তো এলাম আমি,
কাটিয়ে গেলাম দুরাত তখন,
কত কি জিনিষ খাওয়ালে তুমি,
ভুলেছ দেখছি সবই এখন।
ও হো এসেছিলিস তুই গত বেলায়,
মাঝে কতদিন তো হয় নি কথা,
দিনগুলো সব কাটে একেলায়,
এক মিনিট সময় ঘন্টার মত লম্বা।